Latest News

6/recent/ticker-posts

Ad Code

'প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব করবো', হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব করবো', হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


High Court


নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় কড়া অবস্থান কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিন প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব করার হুঁশিয়ারি দিলেন বিচারপতি। অবিলম্বে ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ নয়তো শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাবেন বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



দুদফায় ১৮৪ জনের ভুয়ো নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন। আর তাতে ৮১ জন বর্তমান চাকরি করছে বলে জানা গেছে। তাঁদের থেকে ৯ জন আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই ৯ জনের ওএমআর খতিয়ে দেখার পাশাপাশি আইনজীবীদের নিয়ে বৈঠক করে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন আদালত।



এদিন কমিশনকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কার সুপারিশে চাকরি পেলেন? কে কে সুপারিশ করেছিলেন? জুনিয়র নাকি সিনিয়র পি সি সরকারের হাতের জাদুতে নম্বর বাড়ল?” নিয়োগ বাতিল করার আবেদন নিয়ে এদিন আদালতের দ্বারস্থ হয় কমিশন। শুনানি চলাকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম উল্লেখ করেন বিচারপতি। তিনি বলেন, “আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা? যদি পর্ষদ কিছু করতে না পারে তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code