Rakul Preet Singh: বিপাকে রকুল, মাদক মামলায় তলব ইডির


Sexy rakul



ফের বিপাকে অভিনেত্রী রকুল। মাদক সংক্রান্ত মামলায় রকুলকে তলব করলো ইডি। ২০১৭-এ হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রকুলের। সেই মামলায় তলব রকুলকে। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডি-র জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রকুল।




সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরও দুই জনের কাছ থেকে ২০১৭ সালে ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়। সেই মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রকুলকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 



রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং 'বাহুবলী' খ্যাত রানা দাগ্গুবতীরও নাম জড়িয়েছিল এই মামলায়।