বাল্যবিবাহ প্রতিরোধ শিবির মহম্মদবাজারে




অভীক মিত্র - পুলিশ প্রশাসন ও জবালা"র যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে এক সচেতনতা শিবির হয়ে গেলো সেকেড্ডা পঞ্চায়েতের বালুটিপাড়া গ্রামের মুভি ক্লাবে । মহম্মদবাজার থানার এসআই প্রীতম রায়,সিউড়ি মহিলা থানার ওসি মিতা চক্রবর্তী,গ্রামের বিশিষ্ট শিক্ষক আব্দুল বাশার,জবালা"র পক্ষ থেকে হৃদয়কুমার সিংহ,রেখা মন্ডল, আশাকর্মী, অঙ্গনাওয়াড়ী কর্মী, এলাকার কিশোর কিশোরীরা,মা-বাবা এছাড়া গ্রামবাসীরা উপস্থিত ছিলেন ।


আলোচ্য বিষয় জাতীয় পতকার রংয়ের খাবার খাওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন স্যাগ কেপি ফিলড ফ্যাসিলেটার রেখা মন্ডল । হাত ধোওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করে হুসনেয়ারা বিবি । অ্যানেমিয়া নিয়ে আলোচনা করে CHO Health রাখী সাহা । নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা করেন সিউড়ি মহিলা থানার ওসি মিতা চক্রবর্তী ।বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন মহম্মদবাজার থানার এসআই প্রীতম রায় । শিশু কাকে বলে ? শিশুর অধিকার কয়টি ও কী ? এই নিয়ে আলোচনা করেন হৃদয়কুমার সিংহ । শিক্ষার বিভিন্ন বিষয় সরকারী প্রকল্প নিয়ে আলোচনা করেন শিক্ষক আব্দুল বাসার ।



পরিশেষে সকলকে আজকের আলোচনার প্রশ্ন উত্তরের খেলা হয় । বাল্যবিবাহের স্লোগান দেওয়া হয় মেয়ের বয়স আঠারো হবে বিয়ের কথা ভাববো । মহম্মদবাজার থানার ফোন নং এবং চাইল্ড লাইনের নং শেয়ার করা হয় । আজকের সভার সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন মাননীয় বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল বাসার ।