Group D Case: দুপুর ৩টের মধ্যে পর্ষদকে বেআইনি নিয়োগের তালিকা দেওয়ার নির্দেশ আদালতের 


highcourt


গ্রুপ D-তে OMR শিট বিকৃতি নিয়ে কড়া অবস্থান নিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)। দুপুর ৩টের মধ্যে পর্ষদকে বেআইনি নিয়োগের তালিকা দেওয়ার নির্দেশ আদালতের। "দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে। আর নয়, একদিনও এদের স্কুলে ঢুকতে দেব না।'' মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।


শিক্ষক হোক বা অশিক্ষক কর্মী, সরকারি চাকরিতে নিয়োগের প্রতিটি ধাপেই ছড়িয়ে রয়েছে দুর্নীতির জাল। গ্রুপ D কর্মী নিয়োগের ক্ষেত্রেও হয়নি ব্যতিক্রম।