২০৪৫ সালের মধ্যে ডায়াবেটিসের মতই ক্যানসার বৃদ্ধি পাবে





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান– 

আগামী ২০৪৫ সালের মধ্যে ডায়াবেটিস রোগের মতই ক্যানসার রোগ আকার নেবে। যেভাবে মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যানসার রোগের প্রভাব বাড়ছে তা থেকেই এই অনুমান করছেন বিশেষজ্ঞরা। বুধবার পিয়ারলেস হসপিটেক্স হসপিটাল এণ্ড রিসার্চ সেণ্টারের কনসালট্যাণ্ট গায়নোকলজিষ্ট তথা অংকোলজিষ্ট ডা. অমিত কুমার মণ্ডল এবং এজিএম মার্কেটিং তনুশ্রী আলি। 



এদিন অমিতবাবু জানিয়েছেন, ক্যানসার রোগের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। অনেক সময়ই ক্যানসার শুরুর সময় তা নির্ধারণ করা হয় না। ফলে যখন নির্ধারিত হয় তখন রোগ অনেকটাই বিস্তৃতি লাভ করে। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ক্যানসার রোগ বৃদ্ধির জন্য অনেক কিছুর পাশাপাশি খাদ্যাভাসও দায়ী। 



সাংবাদিক বৈঠকে তনুশ্রী আলি জানিয়েছেন, এতদিন ক্যানসার রোগীদের জন্য রেডিও থেরাপি, কেমোথেরাপি চালু ছিলই। ইতিমধ্যেই ২০০ বেডের নতুন ক্যানসার ইউনিট চালু হতে চলেছে। ফলে প্রায় সমস্ত ধরণের ক্যানসারের স্বল্প খরচে উন্নত চিকিত্সার সুযোগ সৃষ্টি হচ্ছে পিয়ারলেসে। অনেকসময়ই স্বাস্থ্য সাথী কার্ডকে গ্রহণ না করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় – এই প্রশ্নে তনুশ্রীদেবী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তাঁদের নির্দিষ্ট বেড রয়েছে। ফলে রোগীপক্ষ আগাম জানিয়ে গেলে তাঁদের পক্ষে বেড সংরক্ষণে সুবিধা হবে।