COVID 19: নবান্নে জরুরী বৈঠক, নাইট কার্ফুর পথে রাজ্য?
ফের বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে করোনা সতর্কতা জারি করা হয়েছে। সকলকে মাস্ক পড়ে চলাফেরা করার পরামর্শ দিয়েছে। এর মধ্যে আজ নবান্নে জরুরী বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে বসে বার্তা দিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা উদ্বেগের কিছু নেই পরিস্থিতির দিকে নজর দিচ্ছেন রাজ্য সরকার। তিনি জানালেন, 'এখনই নাইট কার্ফু বা বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে'।
২০২০ সালে ২৬ মার্চ প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে পশ্চিমবঙ্গে। এরপর লাগাতার ২ বছর ধরে দাপট দেখিয়েছে করোনা! গত রবিবার করোনা শূন্য হয়েছে রাজ্য। ২০২২-এ ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে। ফলে একটু সতর্ক থাকাটা জরুরী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊