Teacher Recruitment: শিক্ষক নিয়োগে নম্বরের সমতা আনতে কমিটি গঠন করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগে নম্বরের সমতা আনতে কমিটি গঠন করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিলেবাসে বদল আসায় ফল ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের এমন অভিযোগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী।
২০০৪ সালে যাঁরা মাধ্যমিক দিয়েছেন, তাঁদের তুলনায় ২০১৭-১৮ সালের পরীক্ষার্থীরা বেশি নম্বর পেয়েছেন। ফলে টেট নিয়োগে নতুনদের কাছে পুরনো প্রার্থীরা পিছিয়ে পড়ছেন! এমন অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। কোনও বৈষম্য কাম্য নয় এমনটাই আগেই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, সিলেবাসে বদল আসায় ফল ভুগতে হচ্ছে পুরনো ছাত্রছাত্রীদের।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০২২ সালের টেট নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমি নম্বরের ক্ষেত্রে নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ তোলেন মামলাকারীরা। এই মামলায় আদালত আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের কাছে রিপোর্ট তলব করেছিল। সেই রিপোর্টে মামলাকারীদের অভিযোগ স্বীকার করে নিয়েছে বোর্ড।
আদালতের তরফে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে কী করা উচিত তা জানাবে আদালতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊