Suvendu - Mamata : বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু, কেন?
একসময় ছিলেন তৃণমূলের মন্ত্রী। এই প্রাক্তন তৃণমূল নেতা আজ তৃণমূলের রাজ্য সরকারের বিরোধী দলনেতা। নির্বাচনের পর শুধু সংঘাতের আবহ দেখা গিয়েছিল। বিভিন্ন মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনেন অহরহ। আর আজ সংঘাতের আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ।
শুক্রবার সংবিধান দিবস পালনের আবহেও বিধানসভায় দাঁড়িয়েই শাসকদলের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। অথচ সেদিনই আবার মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু। মা নিয়ে চলছে জল্পনা। ‘সৌজন্য সাক্ষাৎ, সংবিধান দিবস উপলক্ষ্যে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী’। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে বলেন শুভেন্দু অধিকারী।
আজ বিধানসভায় প্রথমার্ধের অধিবেশন শেষ হওয়ার পরে বিধানসভায় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি, মনোজ টিগ্গা ৪ জনকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট সাতেক তাঁরা মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন। মিটিংয়ের পরে শুভেন্দু অধিকারী বলেন, 'এটা সৌজন্য সাক্ষাৎ'।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'রাজ্যপাল শপথ নিলেন, বিজেপির রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিরোধী দলনেতাও গেলেন না। শিল্প সম্মেলনে কেন আসেন না আপনারা?' পাশাপাশি ফিল্ম ফেস্টিভ্যালে সবাইকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবন বিধানসভার উদ্বোধন ছিল। সেখানে বিরোধী দলনেতা-সহ বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কেউ অনুষ্ঠানে যোগ দেননি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊