Latest News

6/recent/ticker-posts

Ad Code

Supreme Court: 'বেনামি আবেদন' মামলায় কলকাতা হাইকোর্টের CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

'বেনামি আবেদন' মামলায় কলকাতা হাইকোর্টের CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের 


Supreme Court




'কার নির্দেশে অবৈধদের শূন্যপদে নিয়োগের জন্য আবেদন কমিশনের?' নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচাপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীদের কাছে জানতে চান, কার নির্দেশে করা হয় এহেন আবেদন। ‘কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগ? কে করল বেনামি আবেদন? বিচারপতির প্রশ্নের জবাবে কোনও লিখিত প্রমাণ দাখিল করতে পারেননি কমিশনের আইনজীবী। উত্তর না পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের শিক্ষা সচিবকে।



‘বেনামি আবেদন’ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। আর সেখানেও ধাক্কা খায় রাজ্য। ‘বেনামি আবেদন’ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। স্কুল শিক্ষা দফতরের সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশও বহাল।রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও কমিশন। দ্রুত শুনানি ও গোটা বিষয়ে স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভী।



'বেনামি আবেদন' মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন রাজ্যের আবেদন শুনে পুরো বিষয়টি নিয়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত শিক্ষা সচিবের হাজিরাতেও স্থগিতাদেশ দিয়েছেন শীর্ষ আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code