Primary TET 2022 Math Pedagogy

Primary TET 2022 Math Pedagogy

১১ই ডিসেম্বর রাজ্যজুড়ে হতে চলেছে প্রাথমিক টেট। তার আগে নিজেকে প্রস্তুত করে নিন চট জলদি। সংবাদ একলব্যের পক্ষ থেকে গণিত বিষয়ের পেডাগগি নিয়ে পরীক্ষার্থীদের সুবিধা আজ ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমরা। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকার পরামর্শে গঠিত এই সেটের ২০টি প্রশ্ন: 


1. গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি?

a. ব্যাবহারিক বা উপযোগী মূল্য

b. সাংস্কৃতিক মূল্য

c. শৃঙ্খলাগত মূল্য

d. উপরের সবকটি (Ans)


2. গণিত শিক্ষণের ব্যবহারিক লক্ষ্য হল –

a. শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংখ্যা ও পরিমাণের ব্যবহার বুঝতে সাহায্য করা (Ans)

b. শিক্ষার্থীদের সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গণিতের অবদানকে বুঝতে সাহায্য করা

c. শিক্ষার্থীদের মনকে সঠিকভাবে প্রশিক্ষণ ও গাণিতিক সমস্যা সমাধানের জন্য সঠিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা

d. শিক্ষার্থীদের মননে গাণিতিক মনোভাবকে উপযুক্তভাবে প্রতিফলিত করতে সাহায্য করা


3. গণিত শব্দটি এসেছে মাথেমা শব্দ থেকে। ‘মাথেমা’ শব্দটি একটি –

a. ফারসি শব্দ

b. গ্রিক শব্দ (Ans)

c. আরবি শব্দ

d. জাপানি শব্দ


4. গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য –

a. শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন করা

b. শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো

c. স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা (Ans)

d. পাঠ্যক্রমের বাইরে পাঠদান


5. জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় –

a. আরোহী পদ্ধতি

b. অবরোহী পদ্ধতি (Ans)

c. উপরের দুইই

d. কোনটিই নয়


6. “পাঠ্যপুস্তক হল শিক্ষার মৌলিক উপকরণ" বলেছেন–

a. Lang

b. Bacon

c. Keating (Ans)

d. এদের কেউ নন


7. "গণিত সার সংগ্রহ" কে লিখেছেন?

a. আর্যভট্ট

b. ভাষ্কর

c. শ্রীধর আচার্য্য

d. মহাবীর (Ans)


8. অধ্যাপক বি . এস . ব্লুম নীচের কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত ?

a. উদ্দেশ্যের শ্রেণিবিন্যাস (Ans)

b. শিক্ষণ পদ্ধতি

c. শিক্ষণ মডেল

d. শিক্ষণ কৌশল


9. "অঙ্ক হল মানবসভ্যতার দর্পণ" উক্তি টি অঙ্কর কোন মূল্যবোধ নির্দেশ করে ?

a. সাংস্কৃতিক (Ans)

b. নিয়মানুবর্তিতা

c. সামাজিক

d. কোনটিই নয়


10. "Mathematics is the getway of and key to all science"____;কথাটি কে বলেছেন ?

a. হগবেন

b. ডেভিড ব্রিক হক

c. রজার বেকন (Ans)

d. ল্যাংস্টার


11. 'বিদ্যালয় ছুট ' সমস্যাটির সমাধান করা যায়-

a. ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যের মাধ্যমে

b. ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে

c. স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদেরকাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে (Ans)

d. এগুলির কোনোটাই নয়


12. শিক্ষার্থীর গনিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয়, তা হল__

a. আবেগ

b. উদ্বোধন

c. প্রশংসা

d. প্রেষণা (Ans)


13. “Mathematics possesses cultural value because of its general usefulness”----- উক্তিটি কার ?

a. Harald

b. Minnich (Ans)

c. Bacon

d. Hogben


14. কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যর মধ্যে পড়ে?

a. দক্ষতামূলক (Ans)

b. প্রয়োগমূলক

c. জ্ঞানমূলক

d. বোধমূলক


15. Mathematics is the mirror of civilization-উক্তিটি করেন___

a. বেঞ্জামিন ব্লুম

b. থনডাইক

c. জন লক

d. Lancelot hogben (Ans)


16. ভাইগটস্কির তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে –

a. ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা

b. পারস্পরিক শিক্ষণ পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান

c. শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়া

d. উপরের সবকটিই (Ans)


17. নীচের কোনটি গণিতের পাঠ্যক্রম নির্মাণের নীতি নয় –

a. নমনীয়তা নীতি

b. শিশুকেন্দ্রিক নীতি

c. ঐক্যের নীতি

d. মনস্তাত্ত্বিক নীতি (Ans)


18. টাকা গণনার ক্ষেত্রে যোগের দক্ষতা অন্তর্ভুক্তি করণে কোনটি সবচেয়ে ভালো উপায় হতে পারে ?

a. অনেক সমস্যা সমাধানের মাধ্যমে

b. ICT ব্যবহারের মাধ্যমে (Ans)

c. মডেলের ব্যবহারের মাধ্যমে

d. ভূমিকা গ্রহণের মাধ্যমে


19. কয়টি স্তরের মধ্য দিয়ে শৈশবে গণিত শিখন হতে পারে।

a. 2 (Ans)

b. 3

c. 4

d. 5


20. বৌদ্ধিক বিকাশের স্তর সংখ্যা

a. 2

b. 3

c. 4 (Ans)

d. 5