ঢেলে সাজানো হবে সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতি 


Higher Secondary



আমূল পরিবর্তন ঘটতে চলেছে উচ্চমাধ্যমিক (HS) স্তরে। একদম ঢেলে সাজানো হবে সিলেবাস - এমনটাই খবর। জানা যাচ্ছে, সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতি সবেতেই ঘটতে পারে এই পরিবর্তন।


এখনো পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিছু না জানালেও এই সংক্রান্ত কিছু খবর বাইরে এসেছে। মনে করা হচ্ছে আগামী শিক্ষা বর্ষ থেকেই পাল্টে যাবে উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতি।


জানাযাচ্ছে, যেখানে উচ্চমাধ্যমিকে বিদ্যালয়ের পক্ষ থেকে এতদিন নেওয়া হতো টেস্ট এবং সংসদের পক্ষ থেকে ফাইনাল সেখানে বছরে দুটো পরীক্ষা হবে। অর্থাৎ সেমিস্টার সিস্টেম আসতে চলেছে উচ্চমাধ্যমিকে।


একইসাথে পরীক্ষার প্রশ্নে OMR এর ব্যবহার শুরু হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে বি পার্টের যে MCQ প্রশ্ন করা হয় তা হয়তো আগামীতে OMR এ করতে হতে পারে পরীক্ষার্থীদের।


অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঢেলে সাজানো হবে উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতি ।