Primary TET নিয়ে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আগামী ১১ ডিসেম্বর রাজ্যে দীর্ঘ পাঁচ বছর পর টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
প্রাথমিকের টেট (Primary TET) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ‘আর ৫০ শতাংশ নয়, বিএড উত্তীর্ণ হলেই বসা যাবে টেট-এ’, এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এনসিটিই (N.C.T.E.) নির্দেশ দিয়েছিল, বিএড উত্তীর্ণদের ৫০ শতাংশ নম্বর থাকলে, তবেই তাঁরা টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি নির্দেশ দিলেন বিএড উত্তীর্ণ হলেই পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। দিতে পারবেন ইন্টারভিউ। তবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা চাকরি পাবেন কি না, তা ঠিক হবে মামলার ভবিষ্যতের ওপর।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিএড উত্তীর্ণদের টেট পরীক্ষায় বসার নির্দেশ দেওয়ার পাশাপাশি পর্ষদকে বলেন, পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ যেন সবাইকে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊