Latest News

6/recent/ticker-posts

Ad Code

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিকিৎসক সহ আহত চালক- উধাও বাস !

অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষ, থানার সামনে যাত্রীদের নামিয়ে উধাও বাস

ambulance



জলপাইগুড়িঃ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিকিৎসক সহ আহত চালক। ট্রাফিক বিহীন ব্যাস্ত মোড়ে অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষ। থানার সামনে যাত্রীদের নামিয়ে উধাও বাস।

সাত সকালেই এমার্জেন্সি কল পেয়ে অ্যাম্বুলেন্সে করে কর্মস্থলে আসছিলেন চিকিৎসক দেবজ্যোতি ঘোষ। জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ে ট্রাফিক বিহীন মোড়ে আসতেই জলপাইগুড়ি থেকে কোচবিহার গামী একটি বেসরকারী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

উল্লেখ্য, এই মোড়েই রয়েছে ফনীন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয়, সকাল থেকেই শিশু এবং অভিভাবকদের ভিড় থাকে রাস্তা জুড়ে, যদিও ট্রাফিক না থাকায় প্রায় ঘটছে এই চার মাথা মোড়ে দুর্ঘটনা বলে অভিযোগ।




আহত অ্যাম্বুলেন্স চালক সৌমিত্র রাহুত জানান, ডাক্তার বাবুকে নিয়ে আসছিলাম, প্রচন্ড স্পিডে আসছিলো বাসটি, অনেক টা বাঁচানোর পরেও পেছনে মেরেছে।

এদিকে বেসরকারি বাসটি দুর্ঘটনার পরে যাত্রী সহ কতোয়ালি থানার সামনে গিয়ে দাঁড়ায়, বাস যাত্রীদের অন্য বাসে তুলে দিয়ে নিমেষেই সরে পরে পুলিশের সামনে থেকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code