wb primary : প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

Sangbad Ekalavya
11

wb primary, primary tet, wb tet, primary tet 2022

TET



১১ই ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিকের টেট পরীক্ষা (wb primary)। টেট পরীক্ষা ঘিরে কোনোরকম বিতর্ক চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার টেট-এ (wb primary) পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১। পরীক্ষা আয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে ১৪৫৩টি কেন্দ্রের। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলবে। এবারই প্রথম টেট-এর ওএমআর শিটের প্রতিলিপি এবং প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।


এছাড়াও একাধিক পদক্ষেপ গ্রহন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আগামী ১১ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাকে (primary tet 2022) কেন্দ্র করে ১৬ দফা গাইডলাইন জেলায় জেলায় পাঠালো প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।




একনজরে গাইডলাইন:




১। পরীক্ষার দিন (primary tet 2022) প্রতিটি সেন্টারে ১৪৪ ধারা জারি থাকবে।




২। এদিন (primary tet) বন্ধ রাখতে হবে জেরক্সের দোকান গুলিও।




৩। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের আধিকারিকরা থাকবেন পুলিশের




৪। লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।




৫। মোবাইল ফোন বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া যাবে না।




৬। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা (primary tet) কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।




৭। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ।



৮। প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করতে হবে।


৯। পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে।


১০। কোনও পরীক্ষার্থীর যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স-সহ চিকিৎসার ব্যবস্থা করা ও পর্যাপ্ত স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও মোতায়েন করতে হবে।




১১। অগ্নিসুরক্ষা দফতরের আধিকারিকদের সতর্ক থাকতে হবে।


১২। পরীক্ষার দিনে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় তার জন্য বিদ্যুৎ দফতরকে বিশেষ নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।




১৩। প্রত্যেকটি স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জানাতে হবে যাতে পরীক্ষার আগের থেকেই পরীক্ষা কেন্দ্রগুলি পাওয়া যায়।




১৪। পরীক্ষার দিনে ট্র্যাফিক ব্যবস্থার ওপর বিশেষভাবে নজর দিতে হবে পুলিশকে।



জানা যাচ্ছে এই ১৬ দফা গাইডলাইন প্রত্যেক জেলার জেলাশাসকদের ও কলকাতা পুলিশ কমিশনারেটের কাছে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

11মন্তব্যসমূহ

  1. Bah! Khub sundor rules.
    Tabe niyoger niyom ta jeno ei rokom hoy.

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top