Women IPL: আগামী বছরেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল
বহুদিন ধরেই মহিলাদের আইপিএল (Women's IPL 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা। এবার সেই জল্পনায় পড়লো সিলমোহর। ২০২৩ সালেই ভারতে বসতে চলেছে মহিলাদের আইপিএলের আসর। ক্রিকেট নিয়ে আমাদের দেশের উল্লাস চোখে পরে বরাবরই। পুরুষদের আইপিএলে মুখিয়ে থাকে দর্শক। এবার মহিলাদের আইপিএল।
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার (BCCI AGM) পর, সরকারিভাবেই এই কথা বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
৯১তম বার্ষিক সাধারণ সভার পর বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'সাধারণ কমিটির তরফে মহিলাদের আইপিএল আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।'
পরের বছর ২৬ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই দেশে বসবে মহিলাদের প্রথম আইপিএলের আসর। পাঁচটি দল প্রথম মহিলা আইপিএলে অংশগ্রহণ করতে চলেছে।
খবর অনুযায়ী বিসিসিআই মহিলাদের আইপিএলে মোট ২২টি ম্যাচ আয়োজিত করবে। প্রতিটি স্কোয়াডে ১৮জন খেলোয়াড় থাকলেও, পাঁচজনের বেশি বিদেশি কোনও দলের একাদশেই থাকতে পারবে না। এক্ষেত্রে চারজন পূর্ণ সদস্য দেশগুলির এবং একজন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড় হবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊