সংস্কৃতি লোকমঞ্চে রাজ্য সরকারের হোডিং এর উপর নিজেদের দলীয় হোর্ডিং ঝোলাল  BJP



বর্ধমানের সংস্কৃতি মঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের জন হল ঘর ভাড়া নেয় ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কমিটি। বিজয়া সম্মিলনী অনুষ্ঠান শুরুর পূর্বে হল ঘরের ভিতরে গিয়ে দেখেন, হলের চারিদিকে রাজ্যসরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হোর্ডিং টাঙানো আছে। রাজ্য সরকারের হোর্ডিং লুকোতে সরকারি হোর্ডিং এর উপর নিজেদের দলীয় হোর্ডিং ঝোলাল বিজেপি।তৃণমূল কংগ্রেসের হোর্ডিং এর উপর নিজেদের দলীয় হোর্ডিং ঝোলানোয় চাপা উত্তেজনা তৈরি হয় গোটা হল জুড়ে।



ভারতীয় জনতা পার্টির সাধারন সম্পাদক আশীষ পাল বলেন সাংস্কৃতিক লোকোমঞ্চটিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা একটা প্রশ্ন। আমাদের অনুষ্ঠানের সময় যে এটা রাখতেই হবে এরকম কোনো ডিরেকশন ছিল না। তাই আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি।



তৃণমূল কংগ্রেসের মুখপত্র প্রসেনজিৎ দাস বলেন, সাংস্কৃতিক লোকোমঞ্চ একটি সরকারী হল। আর সরকারী জায়গায় সরকারের পোস্টার থাকতেই পারে এটা কোনো ব্যক্তিগত পোস্টার না।প্রসেনজিৎ বাবু বলেন সরকারী হোর্ডিং-এ তাদের এলার্জি সরকারের প্রকল্পে তো তাদের এলার্জি নেই। লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী সহ সমস্ত প্রকল্পের সুবিধা নিচ্ছেন।পেট্রোল পাম্পে তো নরেন্দ্র মোদীর ছবি আছে আমরা তো বলতে যাইনি যে নরেন্দ্র মোদীর ছবি মুছে ফেলতে হবে। তবে এটা বিজেপি ভারি অন্যায় করেছে বলে জানান তৃণমূলের মুখপত্র প্রসেনজিৎ দাস।