Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: প্রাথমিক টেটের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তি দিল পর্ষদ

Primary TET: প্রাথমিক টেটের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তি দিল পর্ষদ


Primary TET 2022



প্রাথমিক টেটের আবেদন গ্রহন প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। আগামী ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা তার আগে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে টেটের সিলেবাস জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 


প্রাইমারি টেট-এর সিলেবাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সিলেবাসে থাকবে, Child Development and Pedagogy, Language I  (Bengali/ Hindi/ Oriya/ Telugu/ Nepali/ Santhali/ Urdu, Language II (English), অঙ্ক ও পরিবেশ বিদ্যা। 



প্রতিটি বিষয়ে ৩০ টি করে প্রশ্ন মিলে ৫ বিষয়ে ১৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্ন থাকবে বাংলা ও ইংরেজিতে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। ১৫০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে প্রার্থীদের। SC,ST, OBC-A, OBC-B, PH, EC, Ex-Servicemen-এদের ক্ষেত্রে নম্বরের ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।


কী ধরনের প্রশ্ন আসবে তারও নমুনা প্রশ্ন গাইডলাইনে প্রকাশ করেছে পর্ষদ। পরীক্ষা (Tet Exam) হবে ১১ ডিসেম্বর, রবিবার ২০২২-এ। বেলা ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষার সময়।  


আরও পড়ুনঃ WB TET Syllabus 2022 :  প্রাথমিকের টেট এর সিলেবাস বিস্তারিত 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code