Primary TET: TET পাশ মানেই চাকরি নয়, একবার টেট পাশ করলে সার্টিফিকেটের বৈধতা কতদিন? স্পষ্ট করলো পর্ষদ
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট পাশ করলেই চাকরি নয় এটি একটি যোগ্যতামান নির্ণয়ের পরীক্ষা। একথা উঠে এসেছে বারবার। এবার আরো একবার তা স্পষ্ট করা হল পর্ষদের তরফে। পাশাপাশি একবার টেট পাশ করলে কতদিন বৈধতা থাকবে তাও স্পষ্ট করলো পর্ষদ। এখন থেকে টেট সার্টিফিকেটের বৈধতা থাকবে সারাজীবন। অর্থাৎ একবার টেট পাশ করলে আপনাকে আর টেটে বসতে হবে না, প্রাথমিক শি়ক্ষক নিয়োগের পরবর্তী ধাপে একবারেই অংশগ্রহন করতে পারবেন আপনি।
পর্ষদ গাইডলাইনে জানিয়েছে, টেট পাশ (Tet Pass) করা মানেই চাকরি পেয়ে যাওয়া নয়। সব ধাপ পেরিয়ে তবেই চাকরি মিলবে। টেট উত্তীর্ণ হওয়া মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। সেই সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে গাইডলাইনে। বলা হয়েছে, টেটে উত্তীর্ণ হলেই কোনও প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার জন্মাবে না। এটা নিয়োগের যোগ্যতামানগুলির মধ্যে একটি।
জানানো হয়েছে, ‘টেট উত্তীর্ণ সার্টিফিকেটের লাইফ টাইম বৈধতা। একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার।' টেট পরীক্ষার বিজ্ঞপ্তি আগেই দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার টেটের সিলেবাস, মডেল প্রশ্ন সহ বিস্তারিত তথ্য প্রকাশ করল পর্ষদ। ইতিমধ্যে চলছে আবেদন গ্রহন। আগামী ১১ই ডিসেম্বর রাজ্যজুড়ে হবে টেট পরীক্ষা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊