Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja 2022: 'স্বপনের উড়ান' থিম, উদ্বোধক অভিনেত্রী মেঘনা হালদারের, এবারের পুজোয় জমজমাট উদয়ন সংঘ

অভিনেত্রী মেঘনা হালদার ফিতে কেটে উদ্বোধন করলেন পাড়ুইবাইদ উদয়ন সংঘের পুজো

udyan sangha




মহা ষষ্ঠীর শুভ সন্ধ্যায় বাঁকুড়ার পাড়ুইবাইদ উদয়ন সংঘের এবছরের পুজো উদ্বোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মেঘনা হালদার। গ্রামীণ বারোয়ারি পুজো সামান্য পিছনে থাকলেও থিম পুজোর প্রায় সব ক্ষেত্রেই লেগেছে আধুনিকতার ছোয়া। পুজো মন্ডপ এবং মন্ডপ উদ্বোধনে কিছু অভিনব করে দেখানো যেন এক ট্রাডিশন হয়ে উঠেছে। সেই ট্রাডিশনে সামিল পাড়ুইবাইদ উদয়ন সংঘও। সেই মতো মহা ষষ্ঠীর শুভ সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পাড়ুইবাইদ উদয়ন সংঘের ১৩ তম বর্ষের পুজো উদ্বোধন করেন অভিনেত্রী মেঘনা হালদার। আর অভিনেত্রীকে এক পলক দেখার এবং তার সঙ্গে শেলফি তোলার ভীড় যেন মহা ষষ্ঠীর সন্ধ্যাকে রূপ দিয়েছিল মহা নবমীর।



পাড়ুইবাইদ উদয়ন সংঘের এ বছরের থিম রাখা হয়েছে স্বপনের উড়ান,এবং এই থিমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অর্থাৎ পরিবেশে ভূগর্ভস্থ জলের যোগান সঠিক পরিমানে বজায় রাখতে অযথা জলের অপচয় রোধ, অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে তা রুখতে নতুন গাছ লাগানোর বার্তা দেওয়া হয়েছে বলে জানান ক্লাবের সভাপতি সমীর মাঝি।




এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী দের উপস্থিত যেন আনুষ্ঠানকে এক অন্যমাত্রা দিয়েছিল।


তবে মন্ডপ উদ্বোধনে এসে অভিনেত্রী এই মন্ডপকে এক স্বর্গের সার্টিফিকেট দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code