School Student: বিরাট 'চমক'! নতুন ক্লাসে উঠলেই পড়ুয়াদের জন্য বিশেষ চমক
![]() |
STUDENTS ( FILE PICTURE) |
এতদিন স্নাতক পাশ শিক্ষার্থীদের জন্য "graduation ceremony" হত তা আমরা দেখেছি। কিন্তু এবার স্কুল শিক্ষার্থীদের জন্য নয়া চমক। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উঠলে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান যা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে ১৩ দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২ রা জানুয়ারি এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সম্মান জানানো হবে।
স্কুল শিক্ষা দফতরের তরফে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে-
১) প্রতিবছর ২ রা জানুয়ারি বা তারপরের দিনগুলি থেকে ছাত্রছাত্রীদের সম্মান জানাতে হবে "graduation ceremony"।
২) এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাতে হবে।
৩) চকলেট মিষ্টি দিয়ে ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে হবে।
৪) ক্লাস টিচার সব ছাত্রছাত্রীদের একসঙ্গে করে আনুষ্ঠানিক স্বাগত জানাবেন।
৫) সব নবাগত ছাত্রছাত্রীরা ক্লাস টিচারকে তাদের পরিচয় জানাবেন।
৬) স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ক্লাস টিচার নবাগত ছাত্র ছাত্রীদের স্কুলের ইতিহাস ও সরকার ছাত্র-ছাত্রীদের বই,স্কুলের ইউনিফর্ম, জুতো, স্কুলব্যাগ, স্বাস্থ্য পরিসেবা, মিড ডে মিল পরিষেবা গুলো যে প্রদান করছে সেগুলির সুবিধা ও জানাবেন।
৭)প্রত্যেক স্কুলে একটি নির্দিষ্ট ফটো কর্নার থাকবে যেখানে সব ছাত্রছাত্রীদের ফটো জন্ম তারিখ সহ লাগাতে হবে।
৮) ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের ফটো নিতে হবে প্রত্যেক বছর এবং সেটাও ফটো কর্নারে লাগাতে হবে।
৯) প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ জানিয়ে চিঠি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দিতে হবে।
১০)ক্লাস মনিটর, কালচারাল মনিটর, স্পোর্টস মনিট,র মিড ডে মিল মনিটর এর মনোনয়ন এই সময়সীমার মধ্যেই করতে হবে।
১১) গ্রুপ লার্নিং এর জন্য ছাত্রছাত্রীদের যুক্ত এই সময়সীমার মধ্যেই করতে হবে।
১২) ছাত্রছাত্রীদের ক্লাসে বর্ষার ব্যবস্থা এমনভাবেই করতে হবে যেটা পঠন-পাঠনের স্বার্থে সর্বাধিক ভালো হয়।
১৩) এই অনুষ্ঠানের বা সম্মান জানানোর গোটা তথ্যচিত্র আকারে তৈরি করতে হবে এবং প্রত্যেক বছর স্কুলগুলিকে বুকলেট আকারে প্রকাশ করতে হবে।
মনে করা হচ্ছে, এর ফলে যেমন কমতে পারে ড্রপ আউটের সংখ্যা তেমনি নয়া ক্লাসে উঠে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে। শিক্ষাবিদদের একাংশ বিষয়টিকে ভালো হবে বলেই মনে করছে।সূত্রের খবর কালীপুজোর ছুটির পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊