You Tube new look: নতুন সাজে আসছে জনপ্রিয় অ্যাপ ইউ টিউব

youtube-new-feature-




Google-এর মালিকানাধীন You Tube আসছে নতুন সাজে। iOS ও Android ডিভাইসে জুম ইন এবং জুম আউট করার অনুমতি দেবে ইউ টিউব। 


কোম্পানি একটি ব্লগ পোস্টে জানিয়েছে, "আমরা এবার ফেসলিফ্ট এবং নতুন অনেকগুলি বৈশিষ্ট্য আনছি। এতে ইউজাররা ভিডিও দেখার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবেন। "



ভিডিওর বিবরণে YouTube লিঙ্কগুলি বোতামে পরিণত হবে এবং লাইক, শেয়ার এবং ডাউনলোড, সেগুলির জন্যও অন্যরকম ফর্ম্যাট আসতে চলেছে ইউটিউবে। ডায়নামিক রঙের স্যাম্পলিং, অ্যাম্বিয়েন্ট মোড থাকবে। এই ফিচারটি ওয়েব এবং মোবাইলে ডার্ক থিমে পাওয়া যাবে।



নতুন আকৃতি এবং অন্যরকম দেখতে হবে সাবস্ক্রাইব বোতামটি। সাবস্ক্রাইব বোতামটিও টাচ-আপ পাচ্ছে। থাকবে না লাল রং। ফলে ওয়াচ পেজ বা চ্যানেল পেজে পৌঁছতে ইউজারদের আরও বেশি সুবিধা হবে।

দেখুন - youtube