Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: কড়া পদক্ষেপ! প্রাথমিক টেটে একাধিক বিধি নিষেধ

Primary TET: কড়া পদক্ষেপ! প্রাথমিক টেটে একাধিক বিধি নিষেধ

 students and teacher in classroom


শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আগামী ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা। তার আগে সিলেবাস ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। মোট পাঁচটি বিষয়ে প্রতিটিতে ৩০টি করে প্রশ্ন নিয়ে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। পাশাপাশি একাধিক বিধিনিষেধ উল্লেখ করা হয়েছে গাইডলাইনে।



টেটের ইতিহাসে প্রথমবার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, নমুনা প্রশ্নসহ গাইডলাইন প্রকাশ করা হয়েছে বলে দাবি পর্ষদের। সভাপতি গৌতম পালের কথায়, ‘‘পরীক্ষার পাঠ্যক্রম, নমুনা প্রশ্নপত্র এবং টেট সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য রয়েছে এই গাইডলাইনে। গোড়া থেকেই স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে টেটের ইতিহাসে এই প্রথমবার এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’’




বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, পরীক্ষার হলে হাতে লেখা বা ছাপা কোনও কাগজ নিয়ে রাখা যাবে না। পরীক্ষার্থীরা নিজেদের কাছে পেন্সিলবাক্স, প্লাস্টিকের ব্যাগ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, রাবার, লগ টেবিল, বৈদ্যুতিন পেন বা স্ক্যানার, কার্ডবোর্ড ইত্যাদি রাখতে পারবেন না। এমনকি, পরীক্ষার সময় ঘড়ি, মোবাইল ফোন, ইয়ারফোন, মাইক্রোফোন বা পেজার সঙ্গে রাখাও নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রের ভিতর খাবারদাবার বা পানীয়ও নিয়ে ঢোকা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code