Primary Recruitment: প্রাথমিকে নিয়োগ নিয়ে জোড়া মামলা হাইকোর্টে
প্রাথমিক শিক্ষক নিয়োগ ও আন্দোলন নিয়ে জোড়া মামলা কলকাতা হাইকোর্টে। করুণাময়ীতে ২০১৪ সালের টেট প্রার্থীদের আন্দোলন তুলে দেওয়ার পরেই জোড়া মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে আন্দোলনকারীদের অন্যায়ভাবে তুলে দেওয়ার দাবি তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার পর্ষদের কার্যালয়ের সামনে জারি থাকা ১৪৪ ধারা কার্যকরের নির্দেশ দিয়েছিল বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। কিন্তু সেই মামলার শুনানিতে আন্দোলনকারীদের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। আন্দোকারীদের দাবি, তাঁদের বক্তব্য না শুনেই নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছে আন্দোলনকারীরা।
এদিকে, প্রাথমিকে স্কোর সিট প্রকাশের দাবি তুলে একটি মামলা হয়েছে। মামলাকারীর দাবি প্রাথমিকের স্কোরসিট প্রকাশ করলেই মিটে যাবে সব সমস্যা।
অন্যদিকে, ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশদের জন্য শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। ১১০০০-র বেশি শুন্যপদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊