Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত

Indian Navy


ভারতীয় নৌবাহিনীতে এসএসসি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থী অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ২১২টি শূন্যপদ পূরণে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন মোডে ২১শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর ২০২২ পর্যন্ত আবেদন গ্রহন করবে ইন্ডিয়ান নেভি। বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের জুনে এই পদগুলিতে নিয়োগ হবে।




শূন্য পদের বিবরণ

সাধারণ পরিষেবা / হাইড্রো ক্যাডার: ৫৬টি পদ

এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ৫টি পদ

নেভাল এয়ার অপারেশনস অফিসার: ১৫টি পদ

পাইলট: ২৫টি পদ

লজিস্টিকস: ২০টি পদ

শিক্ষা: ১২টি পদ

ইঞ্জিনিয়ারিং (সাধারণ পরিষেবা): ২৫টি পদ

বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা): ৪৫টি পদ

নেভি কনস্ট্রাক্টর: ১৪টি পদ




বিজ্ঞপ্তি অনুসারে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech/M.Tech/CSE/IT/Software Systems/Cyber ​​Security/System Admin & Networking/Computer Systems/Networking/Date Analytics/artificial Science-এ উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও BCA/BSc তে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীদের। দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীদের।



বয়সসীমা

প্রার্থীর জন্ম ০২ জুলাই ১৯৯৮ থেকে ০১ নভেম্বর ২০০৪-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে। 



বিস্তারিত জানতে ক্লিক করুন:  joinindiannavy.gov.in