Duare Sarkar: রাজ্যে ফের দুয়ারে সরকার, মিলবে অতিরিক্ত দুই পরিষেবা


duare sarkar

পুজো মিটতেই রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। আগামী ১লা নভেম্বর থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। আর দুয়ারে সরকারে এবার মিলবে আরো নতুন দুই পরিষেবা।



এখন থেকে দুয়ারে সরকারে পাট্টার জন্য আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাবে।



পুজো শেষ হলেই রাজ্যে ফের দুয়ারে সরকার হচ্ছে তা আগেই নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ইতিমধ্যেই রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার হয়ে গেছে। এই নিয়ে পঞ্চম দুয়ারে সরকার হতে চলেছে রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের দুয়ারে সরকারের মাধ্যমে জনগণকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হল। ১লা নভেম্বর থেকেই আরম্ভ হচ্ছে দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দুর্গাপুজোর পরে দুয়ারে সরকার ক্যাম্প হবে।