WB State Election Commission: ২ নভেম্বর সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে, শুরু হয়ে গিয়েছে নির্বাচনের তোড়জোড়। ২রা নভেম্বর সর্বদল বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। জানা যাচ্ছে নভেম্বরের ৯ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সূত্রের খবর, খসড়া ভোটার তালিকা নিয়েই ২ তারিখের বৈঠকে আলোচনা হবে। ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়লো। নির্বাচন কমিশন ২রা নভেম্বর সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। এরপর ৯ নভেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। তা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা ৮ই ডিসেম্বরের মধ্যে সংশোধন হবে। এরপর ৫ই জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। আর সেই তালিকার ওপর ভিত্তি করেই হবে পঞ্চায়েত নির্বাচন।
এবার যে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে পারে, আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, “কাজগুলো ঝটপট করুন, নইলে ইলেকশনে ললিপপ খাবেন। ইলেকশন যে কোনও দিন ঘোষণা হয়ে যাবে।’’ তাহলে আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলেই কি গ্রাম বাংলার সবচেয়ে বড় ভোট হতে চলেছে? চলছে জল্পনা। গত পঞ্চায়েত নির্বাচন মে মাসে হয়েছিল।
২০১৮ সালে, গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছিল এক দফাতেই। এবার রাজ্য নির্বাচন কমিশন কী করবে? ক’দফায় হবে ভোটগ্রহণ প্রক্রিয়া? হিংসা এড়াতে কি পদক্ষেপ নেবে কমিশন? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊