ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ি‌তে বর্ণাঢ্য কলস যাত্রা

Chhat Puja


ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ি‌তে বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হল। কলস যাত্রার মাধ্যমে ছট পুজোর সূচনা হল শুক্রবার। কালী পুজো মিটতেই ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তরা। জলপাইগুড়ি শহরের কামারপাড়া ছট পুজো কমিটির পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয় কলস যাত্রার মাধ্যমে।




ছট পুজোর কমিটির সদস্যরা এই কলস যাত্রা‌র সূচনা করেন। একদল ভক্ত ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করেন। অন্য একটি দল রাস্তা ধুইয়ে দেওয়ার পর মহিলারা মাথায় কলস নিয়ে যাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি এভাবে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। গত দুুই বছর করোনার জন্য সেভাবে শোভাযাত্রা হয়নি। এবার করোনার প্রকোপ না থাকায় বেশ জাঁকজমক করেই কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জলপাইগুড়ি  শহরের বিশিষ্টজনেরা।