Dinhata Durga Puja: কার্নিভালে সেরা দিনহাটার কোন পূজা কমিটি? ঘোষনা পৌরসভার
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে এবছর হয়েছে দুর্গাপুজার কার্নিভাল। বিশ্ব দরবারে পুরষ্কৃত হয়েছে দুর্গাপুজা। ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে বাংলা। আর তারপরেই এবছর কার্নিভাল করার ঘোষনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতোই সারা রাজ্য জুড়ে কার্নিভাল হয়েছে। হয়েছে কোচবিহার জেলার দিনহাটা শহরেও। শুক্রবার শহরজুড়ে কার্নিভাল ঘিরে দেখা গেছে জনতার উন্মাদনা। এবার, দিনহাটা পৌরসভার পক্ষ থেকে ঘোষিত হল সেরা কমিটি।
দিনহাটা দুর্গাপূজা কার্নিভাল ২০২২ ফলাফল:
প্রথম : শহীদ কর্নার দূর্গা পূজা কমিটি
দ্বিতীয়: বোর্ডিং পাড়া দুর্গাপূজা কমিটি
তৃতীয়: কলেজ পাড়া দূর্গা পূজা কমিটি
ফল প্রকাশের পাশাপাশি অংশগ্রহণকারী সমস্ত পুজো কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন পৌর প্রধান গৌরীশংকর মহেশ্বরী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊