আধ্যাত্মিক প্রদর্শনীর আয়োজন ব্রহ্মাকুমারী সেন্টার ও উত্তরায়ণ ক্লাবের
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী সেন্টারের ধুপগুড়ি শাখার পক্ষ থেকে উত্তরায়ণ ক্লাবের সহযোগে উত্তরায়ন ক্লাবের বিপরীতে কসমো শপিংমলের পাশে একটা আধ্যাত্মিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান যুগে বর্তমান সময়ে মানুষের জীবন নানান সমস্যায় জর্জরিত । তাই আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা নিজের আন্তরিক গুন আন্তরিক শক্তিকে জাগ্রত করে দুর্গতিনাশিনী দুর্গা মায়ের মতো কিভাবে আমরা আমাদের নিজেদের আসুরী শক্তি আসুরী সংস্কার পাশবিক প্রবৃত্তিকে পরিবর্তন করে নিজেদের প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করতে পারি এই বিষয়ে এই প্রদর্শনীর আয়োজন ।
ধুপগুড়ি শহরের আইসি সুজয় টঙ্গার দ্বারা সপ্তমীর দিন এই প্রদর্শনীর উদ্বোধন হয়। এরপর গতকাল মহা অষ্টমীর দিন ধুপগুড়ির এমএলএ বিষ্ণুপদ রায় এর আগমন হয় । এই প্রদর্শনীতে উনিও ঈশ্বর বার্তা গ্রহণ করেন এবং উনি বলেন "বর্তমান সমাজের যা অবস্থা এই সমাজকে শোধরাতে হলে এ সমাজকে সুস্থ করতে হলে এ ধরনের আধ্যাত্মিক জ্ঞানের এখন অতি আবশ্যক । আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা মানুষকে মূল্যনিষ্ঠ হতে হবে এই আধ্যাত্মিক জ্ঞান সমাজের মানুষকে মূল্যনিষ্ঠ করে তুলবে। এই ঈশ্বরীয় সেবার আরো বৃদ্ধি হোক ধুপগুড়ি শহরে " এই শুভকামনা করে তিনি প্রস্থান করলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊