Durga Puja 2022: দিনহাটার ৫ দুর্গোপূজা কমিটিকে শারদ সম্মান প্রদান কালপুরুষ সাহিত্য পত্রিকার

Durga Puja 2022: দিনহাটার ৫ দুর্গোপুজা কমিটিকে শারদ সম্মান প্রদান কালপুরুষ সাহিত্য পত্রিকার

Sarad Samman


মহাঅষ্টমী পুন্যলগ্নে কালপুরুষ সাহিত্য পত্রিকা ও উৎসর্গ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত শারদ সন্মান ১৪২৯ প্রদান করা হলো দিনহাটা পূজো কমিটি গুলোকে। এদিন সন্মাননা প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালপুরুষ সাহিত্য পত্রিকার প্রকাশক এবং উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্নব অধিকারী, কালপুরুষ সাহিত্য পত্রিকার সম্পাদক গৌরব চক্রবর্তী, উপদেষ্টা চন্দন সাহা, সহ সম্পাদক রুপম সাহা, তন্ময় বর্মন সহ অনির্বাণ বোস ও জনক কুমার রায়। 



পত্রিকার পক্ষ থেকে এদিন পাঁচটি কমিটিকে শারদ সন্মাননা প্রদান করা হয় সেরা মন্ডপ- কিশোর সংঘ, মদনমোহন বাড়ি, সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা, সেরা প্রতিমা - বলরামপুর রোড স্বাধীন ক্লাব এবং সেরা পরিবেশ-বোর্ডিং পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। 



পত্রিকার পক্ষ থেকে প্রকাশক অর্নব অধিকারী বলেন, "আমাদের কালপুরুষ সাহিত্য পত্রিকা ও উৎসর্গ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আমরা এই শারদ সন্মাননা আয়োজন করেছিলাম, ষষ্ঠীর দিন আমাদের বিচারকমন্ডলী প্রত্যেক পূজো ঘুরে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এছাড়াও আমাদের কালপুরুষের বার্ষিক অনুষ্ঠান আগামী ১২ই অক্টোবর নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হবে।"

Post a Comment