Primary: চাকরির সুপারিশ, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 185 জন চাকরি প্রার্থীকে শিক্ষকপদে সুপারিশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশ মেনে নিয়োগের জন্য সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পর্ষদ। শিক্ষকপদে সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 05.09.2022 তারিখে (2022 সালের WPA নং 5505 এর ক্ষেত্রে), 06.09.2022 তারিখে (2022-এর WPA নং 5158-এর ক্ষেত্রে) পাস হয়েছে ) এবং 07.09.2022 তারিখে (2022 সালের WPA নং 6173, 2022 সালের WPA নং 6755, 2022 সালের WPA নং 10443 এবং 2022 সালের WPA নং 20267 এর ক্ষেত্রে)।
কলকাতা উচ্চ আদালতের নির্দেশে 185 জন চাকরি প্রার্থী প্রাথমিকে শিক্ষক পদে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এবার সেই সকল প্রার্থীর নিয়োগ পত্র দেওয়া হবে। সুপারিশ পাওয়া প্রার্থীদের 26 সেপ্টেম্বর নথি নিয়ে যোগাযোগ করতে হবে জেলা প্রাথমিক স্কুল পর্ষদ বা প্রাথমিক স্কুল পর্ষদের সঙ্গে।
প্রাথমিকে 2014 টেটের প্রশ্নভুল মামলায় আদালতে জয় পায় মোট 185 জন চাকরিপ্রার্থী। এই 185 জন প্রার্থীকে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছিল আগেই। মোট 187 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ, যোগ্য প্রার্থীদের প্রশংসাপত্র/প্রাসঙ্গিক নথিপত্র যাচাই এবং আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ/অ্যাপটিটিউড টেস্ট নেয় গত 19 সেপ্টেম্বর।
কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই 185 জনকে চাকরির সুপারিশপত্র দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামিকাল বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊