Hoichoi Season 6: ২৫টি ওয়েব সিরিজ নিয়ে সাজছে হইচই সিজন সিক্স
সাম্প্রতিককালে জনপ্রিয়তা বাড়ছে ওয়েব সিরিজের। এসেছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। আর ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরেই মুক্তি পাচ্ছে একাধিক ওয়েব সিরিজ। তারকাখচিত সন্ধায় মহাসমারোহে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করা হয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর তরফে।
২৫টি ওয়েব সিরিজ নিয়ে সাজানো হচ্ছে হইচই সিজন সিক্স। নতুন এবং দ্বিতীয় সিজন মিলিয়ে এই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘ত্রৈলোক্য’, ‘সম্পূর্ণা-দ্য ফাইনাল চ্যাপ্টার’, ‘যোগসূত্র’, ‘দ্য বেঙ্গল স্ক্যাম- বিমা কাণ্ড’, ‘জাতিস্মর’, ‘ইন্দু টু’, ‘প্রফেসর ভূতনাথ’, ‘মিস্টার কলকাতা’, ‘বোধ’, ‘মন্টু পাইলট-থ্রি’, ‘গোরা -টু’, ‘হ্যালো রিমেমবার মি’, ‘মহানগর-অন্তিম পর্ব’, ‘হস্টেল ডেজ’, ‘কাইজার -টু’, ‘একেন বাবু- সিক্স’, ‘ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর’, ‘বোধন’, ‘ব্যোমকেশ ও পিঞ্জরাপোল’, ‘ডি এম মল্লিকা’, ‘গভীর জলের মাছ’, ‘সরকার’ এবং ‘শ্রীকান্ত-টু’।
২৫টি ওয়েব সিরিজ নিয়ে হইচই সিজন সিক্স নিয়ে উন্মাদনা তুঙ্গে। নতুনের পাশাপাশি বেশ কিছু নামী ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেরও ঘোষণা হয়।
0 মন্তব্যসমূহ
thanks