wb da news, da news west bengal today, wb da news today, wb da news, ডিএ মামলা
কেন্দ্রীয় হারে ডিএ (dearness allowance) দেয়নি রাজ্য সরকার- এই অভিযোগ এনে মামলা দায়ের হয় কলকাতা উচ্চ আদালতে। ডি এ (dearness allowance) রাজ্য সরকারের কর্মচারীদের মৌলিক অধিকার বলে আখ্যায়িত করে উচ্চ আদালত। ফলে অনেক মহার্ঘ্য ভাতা (dearness allowance) বকেয়া রয়ে গেছে রাজ্য সরকারকে সেই বকেয়া মিটিয়ে দিতে হবে- এমন নির্দেশের পর রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানায়।
গতকাল ৮ সেপ্টেম্বর রিভিউ মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, সরকারি কর্মীদের কোনও ডিএ (dearness allowance) বাকি নেই। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনেই ধাপে ধাপে বকেয়া সব ডিএ (dearness allowance) মিটিয়ে দেওয়া হয়েছে।
এদিন আদালতে এজি বলেন, রাজ্য সরকার ২০০৯ সালের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনেই ডিএ দিয়েছে। পরে ২০১৮-১৯ সালে ডিএ নিয়ে ষষ্ঠ, সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছিল তা রাজ্য সরকার মানেনি। তাহলে কেন সেই হারে ডিএ দেওয়া হবে?
গতকালকের মামলা প্রসংগে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন - "মহামান্য এজি সরকারের করা Review Petition এর উপর বক্তব্য পরিবেশন করেন। সেটাই তো আমাদের বক্তব্য। তিনি তার বক্তব্যে ROPA-2009 কে বর্নিত করে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে সরকার Ropa-9 বলেছেন 01/07/2006 থেকে 31/03/08 পর্যন্ত কোনও ডিএ দেওয়া হবে না। আমরা তো ROPA-2009 মান্যতা দিয়ে এবং 1690-F dt.23.02.2009, finance (Audit) Deptt. যে বার্তা ছিল The Govt. employees DA entitled of the period from 01.04.08 to 31.03.09 and from 01.04.09 and Onward DA from time to time. সেই বার্তা দিয়ে ডিএ মামলা করেছি।
মাননীয় এজির হয়তো জানা নেই যে আমরা কেন 01.07.2009 থেকে বকেয়া DA Clamed করেছি। আমরা তো 01/07/06 থেকে ডিএ চাইনি। কেন্দ্রীয় সরকার কিন্তু 01/07/06 থেকেই ডিএ দিয়েছে।
আজ যা এজি বলেছে আমরা তা ডিএ মামলা ফাইল করার সময় বলেছি। Ropa-9 পরিস্কার বলা ছিল সরকার 01/04/08 =2%, 01/06/08=6%, 01/11/08=9% পরবর্তী 01/03/09 =12% ডিএ আমরা নয়া বেতনে বকেয়া পেয়েছি। পরবর্তী 12% + 01/04/09 থেকে 4%=16% ডিএ যোগে নয়া বেতন হাতে পেয়েছি। কিন্তু Onward DA from time to time (asper AICPI) তা কেন পাব না? সেটাই আমরা ROPA-9 মেনে 01/07/09 থেকে ক্লেম করেছি।
DA কর্মীদের পৌনঃপুনিক লাভ। তাই নিদিষ্ট সময় মতো ডিএ না পেলে কর্মীদের ক্ষতি। এক কিস্তি ডিএ ৫৪ মাস পরে পাব তা হতে পারে না। 125% DA 01/01/16 পূর্ণ হওয়ার কথা। সেখানে 01/01/19 গিয়ে দেওয়া হয়েছে। "
আজ 09/09/22 দপুর ২ টো তে ১ নং কজ লিস্টে মামলাটি উঠে। আজ মামলাকারীদের পক্ষে জোরালো সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হাইকোর্টই রায় দিয়েছিল ডিএ কর্মচারীদের অধিকার। এটা কোনও দয়ার দান নয়। তাহলে রাজ্য সরকার কেন তা দেবে না? সেইসঙ্গে বিকাশবাবু আরও বলেন, মূল্য সূচকের ভিত্তিতে সমস্ত রাজ্য সরকার ডিএ দেয়। তাহলে বাংলায় কেন তা থেকে বঞ্চিত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা?
দুই পক্ষের শুনানি শেষ। এবার রায়দানের পর্ব। আপাতত রিজার্ভ রাখা হলো রায়দান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊