Primary Teacher Recruitment: ১৮৭ জনকে চাকরি দেওয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের


 students and teacher in classroom


Primary Teacher Recruitment - প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট নিয়ে ভুল প্রশ্ন মামলায় কলকাতা উচ্চ আদালত ১৮৭ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদকে। টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল নিয়ে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় ১৮৭ জনকে নিয়োগ করার জন্য ৩ বার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।




কলকাতা উচ্চ আদালতের নির্দেশে এবার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া (Primary Teacher Recruitment) শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের পূর্বশর্ত হিসাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ, যোগ্য প্রার্থীদের প্রশংসাপত্র/প্রাসঙ্গিক নথিপত্র যাচাই এবং আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ/অ্যাপটিটিউড টেস্ট নেবে।




১৯শে সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে, DK-7/1, সল্টলেক, সেক্টর-II, কলকাতা – 91-এ এই ১৮৭ জনের স্ক্রুটিনি/যাচাই প্রক্রিয়া এবং ভাইভা-ভয়েস/অ্যাপটিটিউড টেস্ট হবে।