SSC Scam: ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ‍্যায়

ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ‍্যায়



partha





স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ‍্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়কে এবার হেফাজতে নিল সিবিআই। আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ‍্যায়কে তদন্তের স্বার্থে হেফাজতে চাইলে সেই আবেদন মেনে নেয় আদালত। আবেদন মঞ্জুর করে আদালত আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।



অন‍্যদিকে গত বৃহস্পতিবার এসএসসি এর প্রাক্তন চেয়ারম‍্যান কল‍্যাণময় গঙ্গোপাধ‍্যায়কে গ্রেফতার করে সিবিআই‌। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়কে হেফাজতে নিল তদন্তকারী সংস্থা। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।



আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ‍্যায়ের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২১শে সেপ্টেম্বর।



নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ‍্যায়কে জেরা করে ইডি অন‍্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা‌। সেদিনেই পার্থ চট্টোপাধ‍্যায়কে গ্রেফতার করে ইডি। ইডি হেফাজতের পর পার্থ চট্টোপাধ‍্যায়ের ঠিকানা হয় প্রেসিডেন্সি জেল আর এবার সিবিআই হেফাজত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ