Don't Touch My Body I am Male - লেখা গেঞ্জি পরে বাজারঘাটে ঘুড়ে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী
তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর নেতৃত্বে আজ নিয়ামতপুর বাজারে Don't Touch My Body I am Male লেখা গেঞ্জি পরে বাজার করলেন । তৃণমূল থেকে বিজেপি যাওয়া শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এই গেঞ্জি পরে করোনা আবহে বাজার করলেন তিনি- এমনটাই জানিয়েছেন তিনি ।
তার দাবি নেতারা যদি নিজেদের পরিচয় দিতে এভাবে বলেন তার থেকে তার নিজের বুকে লিখে দিন যে তিনি মেল না ফিমেল । মানুষের পাশে থেকে এই বার্তা দিলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী।
তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন "করোনার আবহে বাজারে এখন অনেক ভিড় তাই Don't Touch My Body I am Male লেখা টি-শার্ট পড়ে আমরা বাজারে ঘুরছি। টিভিতে দেখতে পাচ্ছি কেউ একজন বলছে i am male, তো এটা বলার থেকে আমরা টি শার্ট পড়ে নিচ্ছি, তাইলেই বুঝতে পারবে আমরাই মেল। আমরা কাউকে বলি না যে আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলুন এবং থানায় বসিয়ে রাখুন কর্মীদের সামনে এগিয়ে দিতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊