Learn how to make herbal color for Holi
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে রঙের উৎসব দোলযাত্রা। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু তাই বলে রাসায়নিক যুক্ত রং দিয়ে হোলি খেলা একদমই উচিৎ নয়। হয় বাজার থেকে ভেষজ রং কিনে হোলিতে খেলা উচিৎ (herbal color for Holi) কিংবা নিজেই খুব সহজে ভেষজ রং বানানোর উপায় জেনে নিন আর বাড়িতেই তৈরি করে ফেলুন মন পসন্দ ভেষজ রং (herbal color for Holi) ।
বাদামি, কালো, লাল, কমলা - কোন রং তৈরি করতে চান তা আগে নির্বাচন করুন। যদি আপনি লাল রং তৈরি করতে চান তাহলে লাল জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। তরল রং পেতে লাল চন্দন, চুন টোম্যাটো বা বিট রস এক সঙ্গে জলে মিশিয়ে অল্প আঁচে একটু ফুটিয়ে পাতলা করে নিন। লাল রং তৈরি হয়ে যাবে। (herbal color for Holi)
সবুজ রং তৈরি তো আরও সহজ , হেনা পাউডারের সঙ্গে সাদা পাউডার মিশালেই পেয়ে যাবেন সুন্দর সবুজ রং।
হলুদ রং বানাতে হলে ১০০ গ্রাম হলুদের সঙ্গে ১৫০ গ্রাম বেসন মিশিয়ে তৈরি করে নিন হলুদ রং (২৫০ গ্রাম)। এছাড়া তরল হলুদ রং তৈরি করতে চাইলে শুকনো গাঁদা ফুলের পাঁপড়ি গুঁড়ো করে জলে মিশিয়ে নিন। সঙ্গে একটু হলুদ মিশিয়ে নিন। টকটকে ভেষজ হলুদ রং তৈরি হয়ে যাবে।
গোলাপি রং তৈরি করতে চান? তাহলে ১ কেজি বিট ভাল করে বেটে তার সঙ্গে ১৫-২০টা গোলাপি পেঁয়াজের খোসা এক সঙ্গে মিলিয়ে জলে দিয়ে ফুটিয়ে নিন। দেখবেন সুন্দর গোলাপি রং তৈরি হয়ে গেছে।
এতো সহজেই যদি আপনি ভেষজ রং তৈরি করতে পারেন তাহলে কেন বাজারের রাসায়নিক যুক্ত রং ব্যবহার করবেন? প্রিয়জনদের রাঙাতে তাই আজই তৈরি করে ফেলুন বিভিন্ন রং এর ভেষজ রং (herbal color for Holi) ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊