Umbrella Girl সুদীপ্তা ইংরেজিতে পাস , বর্তমানে সে অনার্সের পড়ুয়া


sudipta biswas
photo source: eisamay



কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফলাফল। সেই ফলাফলে ইংরেজিতে পাশ করে সেই 'আমব্রেলা গার্ল' সুদীপ্তা এখন অনার্স পড়ুয়া। নদিয়ার বীরনগর শিবকালী গার্লস হাই স্কুলের ছাত্রী সুদীপ্তা বিশ্বাস বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়ছেন কলেজে। ।




উচ্চমাধ্যমিক ২০২২ এর ফলাফল সামনে আসতেই কার্যত রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলনে নামতে দেখা যায় অনুত্তির্ণ ছাত্র-ছাত্রীদের। তেমনি একজন অনুত্তির্ণ ছাত্রী ছিলো সুদীপ্তা। ইংরেজি বিষয়ে ফেল করার পর পাশ করানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ চলাকালীন এক সংবাদিকের প্রশ্নের জবাবে সুদীপ্তা বলেছিলেন, সাতটি মেয়েকে ইংরেজিতে ফেল করানো হয়েছে। ইংরেজিতে ফেল করার বিষয়টি কিছুতেই মানতে পারছেন না। আর সেই কারণেই পাশ করানোর দাবিতে তাঁদের প্রতিবাদ।" আরও পড়ুনঃ Voter Aadhaar Link : নিজেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করুন বাড়িতে বসেই


তবে এখানেই শেষ নয়। এরপরেই ওই সাংবাদিক তাঁকে 'আমব্রেলা' বানান জিজ্ঞাসা করেন। প্রথমে প্রতিবাদ করেও সুদীপ্তা বলে ওঠে -AMRELA। এরপরেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফলে ব্যাপক হেনস্থার শিকার হতে হয় তাঁকে।




তবে রিভিউ করে রিভিউয়ের রেজাল্ট হাতে পাওয়ার পরেই সব ব্যথা মুছে গিয়েছে। ইংরেজিতেও সসম্মানে উত্তীর্ণ হয়েছে সুদীপ্তা বিশ্বাস। ইংরেজিতে প্রাপ্ত নম্বর ৪৪। উচ্চমাধ্যমিক পাশ করার পর আপাতত সুদীপ্তা রানাঘাট কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস নিয়ে ভর্তি হয়েছে।



Read More : WB Primary TET 2022: পূজার পরেই টেট ! কেমন হবে প্রশ্নের ধরন, জানুন বিস্তারিত

এই নিয়ে সুদীপ্তার বাবা সুকুমার বিশ্বাস এই সময় ডিজিটালকে বলেন, "যাঁরা সমালোচনা করছিল তাঁদের যোগ্য জবাব দিয়েছে আমার মেয়ে। ওকে নিয়ে চলা টোন টিটকিরিও বন্ধ হয়ে গিয়েছে। মেয়ে কলেজে ভর্তি হয়ে গিয়েছে। এখনও ক্লাস শুরু হয়নি। বড় হয়ে ও কোন পথে যেতে চায় তা একান্ত ওর সিদ্ধান্ত। আমরা ওর পাশে রয়েছি।”