SSC Recruitment: বাতিল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে বাতিল পদ গুলিতে নিয়োগের তোরজোড় শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরি বাতিলের পদ গুলিতে এই নিয়োগ করা হবে বলে জানা গেছে।
এসএসসি সূত্রে খবর, মোটামুটি দেখা যাচ্ছে ৯২৩টি পদ বাতিল হয়েছে। তার মধ্যে গ্রুপ সি পদে বাতিল হয়েছিল ৩৫০ ও গ্রুপ ডি পদে বাতিল করা হয়েছিল ৫৭৩টি। ইতিমধ্যে ডিআইদের কাছে বাতিল পদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
মেধা তালিকার ভিত্তিতে ৭ই নভেম্বর থেকে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবৈধভাবে চাকরি পাওয়ার পর যেসব পদে চাকরি গিয়েছিল সেইসব পদে হবে নিয়োগ। আদালতের নির্দেশে এই পদক্ষেপ কমিশনের। এই বিজ্ঞপ্তিকে ঘিরে অনেকেই আশার আলো দেখতে শুরু করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊