Latest News

6/recent/ticker-posts

Ad Code

Attorney General of india: নিয়োগ করা হল দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল

Attorney General of india: দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারামানি

Attorney General of india




দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩০শে সেপ্টেম্বর মেয়াদ শেষ হতে চলেছে কেকে বেনুগোপালনের। আর তারপরে দেশের অ্যাটর্নি জেনারেল হবেন কে? জানা গেল সেই নাম। লেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারামানি। সিনিয়র অ্যাডভোকেট আর ভেঙ্কটারামানিকে তিন বছরের জন‍্য এই পদে নিয়োগ করা হল।



আইন মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি সিনিয়র অ্য়াডভোকেট শ্রী আর ভেঙ্কটারামানিকে তিন বছরের জন্য় নিয়োগ করেছেন। সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি এই পদ নিতে চাননি। তারপরেই আর ভেঙ্কটারামানির নাম ঘোষণা করা হয়েছে।




২০১৭ সালের জুলাইয়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন বেনুগোপালন। ২৯ জুন তিনি ফের শীর্ষ Law officer হিসাবে আরও তিন মাসের জন‍্য নিয়োজিত হন।



সূত্রের খবর, প্রায় চার দশকেরও বেশি সময় তিনি আইন পেশার সঙ্গে যুক্ত। তিনি বিগতদিনে ল কমিশন অফ ইন্ডিয়ার সদস্য ছিলেন। কেন্দ্রীয় সরকারের একাধিক বিভাগে তিনি পদস্থ আইন পরামর্শদাতার কাজ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code