'RSS নিয়ে আসতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে।': CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
আনিস খানের মৃত্যু থেকে শুরু করে সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু, বেকারত্ব থেকে দুর্নীতি একাধিক ইস্যুতে আজ কলকাতার রাজপথে বামেরা। মহানগরের লাল মিছিলে মানুষের ঢল। উপচে পড়া ভিড় নজরে পড়ল শিয়ালদা , হাওড়া স্টেশনে। DYFI-SFI এর ডাকে ইনসাফ সভা। বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
আর এদিন একযোগে গেরুয়া ও তৃণমূল শিবির আক্রমণ শানালেন। বললেন, ‘আরএসএসকে (RSS ) নিয়ে আসতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। ' পাশাপাশি এদিন সেলিমের হুশিয়ারি পুলিশ রাস্তা বন্ধ করে মিছিল আটকে রাখা যাবে না। এদিন সেলিম বলেন, ‘জাগ্রত জনতার সামনে পুলিশের ঢাল কাজ করবে না, দেখিয়েছে বর্ধমান। আজ আনিস খানের বাড়ির লোকেদের নামে এফআইআর করছে পুলিশ। তৃণমূল মানে টাকা মারা কোম্পানি’।
কলকাতার ধর্মতলায় বামেদের ইনসাফ সভায় যোগ দিতে গতকাল থেকেই জেলা থেকে লোক আসতে শুরু করে কলকাতায়। আর বাম ছাত্র-যুবদের স্লোগান, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা। এদিন আনিসের কাট আউট, মুখোশে হাঁটল একাধিক মিছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊