পাঁচ দফা দাবি নিয়ে বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন

পাঁচ দফা দাবি নিয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন

Deputation



বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন-এর দিনহাটা জোন কমিটির সদস্য তথা বামনহাট ও চৌধুরীহাট এলাকার ঔষধ ব্যবসায়ীগনের দ্বারা ৫ দফা দাবি নিয়ে আজ বামনহাট প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে স্মারকলিপি প্রদান করা হয়।যদিও বি এম ও এইচ আজকে ছিলেন না বলে জানিয়েছেন ডেপুটেশন দাতারা। এনাদের দাবিগুলি বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য দাবি জানান তারা।




দাবি সমূহ:

• ১. জনসাধারণের কল্যাণের জন্য অতি দ্রুত হাসপাতালে ডাক্তারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।

• ২. হাসপাতালে শিশু বিভাগ চালু করতে হবে।

• ৩. হাসপাতালে ইউএসজি, এক্সরে চালু করতে হবে ও ল্যাবরেটরিতে বেশি পরিমাণ রোগের পরীক্ষা করতে হবে ।

• ৪. কোনো ব্যক্তি অথবা কোম্পানির স্বার্থে প্রেসক্রিপশনে ঔষধের "ব্যান্ড নাম " লেখা চলবে না, অবিলম্বে ঔষধের "ব্যান্ড নাম " লেখা বন্ধ করে ঔষধের Composition (প্রিপারেশন) লিখতে হবে, এর ফলে রোগী/রোগীর আত্মীয়দের হয়রানি কমবে ।


• ৫. প্রেসক্রিপশন লেখার সময় রোগীকে/রোগীর আত্মীয়দের ঔষধ কেনার জন্য বিশেষ দোকানের নাম উল্লেখ করে নিদিষ্ট দোকান থেকে ঔষধ কেনার জন্য যেভাবে প্রভাবিত করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে ।




জোন কমিটির পক্ষে এদিন উপস্থিত ছিলেন গোবিন্দ দে ই সি মেম্বার দিনহাটা জোন, সমর কিরন চৌধুরী ও আরো অনেকে।

Post a Comment

thanks