Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পে অস্ত্রোপচারে নয়া নির্দেশিকা রাজ্যের
হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার নিয়ে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এখন থেকে এই তিন অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর আওতায় পড়বে শুধুমাত্র সরকারি হাসপাতালেই। দ্বিতীয় একটি নির্দেশিকায় বলা হয়েছে, পেটে যে কোনও অস্ত্রোপচার করতে গিয়ে যদি চিকিত্সকরা অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দেন, তাহলে সেই টাকা পাওয়া যাবে না স্বাস্থ্য সাথী থেকে।
এবার থেকে হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই সব অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করালে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে না।
সরকারি হাসপাতালের পরিকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্য ভবন সুত্রে খবর।
স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়ে ফের সরকারি-বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও নার্সিংহোম এবং হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চায়, সঙ্গে সঙ্গে থানাকে জানাতে হবে। থানাকেও অভিযোগ খতিয়ে দেখতে ছুটে গিয়ে ক্রসচেক করতে হবে। বাকিটা সরকার বুঝে নেবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊