Sarada Scam: ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে CID' CBI-কে চিঠি সারদাকাণ্ডের দেবযানীর মায়ের

Sarada Scam: ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে CID' CBI-কে চিঠি সারদাকাণ্ডের দেবযানীর মায়ের

Debjani Mukherjee
internet Debjani Mukherjee



সারদাকাণ্ডে (Sarada Scam) সিআইডি-র (CID) বিরুদ্ধে CBI-কে চিঠি দেবযানীর মায়ের। দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায় চিঠিতে মেয়ের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন সিআইডির বিরুদ্ধে।



চিঠিতে শর্বরী মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘সারদার থেকে টাকা নিয়েছেন শুভেন্দু ও সুজন। সারদার থেকে দুজনেই নিয়েছেন ৬ কোটি টাকা করে। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানীকে চাপ। অভিযোগ না করলে আরও ৯টি মামলায় ফাঁসানো হবে'। 



বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেলেও, আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত থাকতে হচ্ছে সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ডকে। ২৩ অগাস্ট দমদম জেলে গিয়ে সিআইডি দেবযানীকে চাপ দেয় বলে অভিযোগ। তবে এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিআইডির।



সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বাড়ি ফিরতে হলে দেবযানীকে ওই সব মামলাতেও জামিন পেতে হবে। তাই আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত তাঁকে থাকতে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ