Anubrata Mandal Arrested: খারিজ জামিনের আবেদন, ফের ১৪দিনের জেল হেফাজতে অনুব্রত
Anubrata Mandal Arrested: খারিজ জামিনের আবেদন, ফের ১৪দিনের জেল হেফাজতে অনুব্রত। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। যেকোনো শর্তে জামিনের আবেদন জানান অনুব্রতের আইনজীবী। তিনি জানান, অনুব্রতর সঙ্গে এনামুলের সরাসরি যোগের প্রমাণ দিতে পারেনি সিবিআই (CBI)। গরুপাচারের সঙ্গে অনুব্রত-যোগেরও জোরাল প্রমাণ দিতে পারেনি গোয়েন্দা সংস্থা।
সিবিআই আইনজীবী জানান, এনামুলের সঙ্গে অনুব্রতর যোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বিচারপতি জানতে চান, গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগ পাওয়া গেছে কি? এর সপক্ষে কোনও প্রমাণ আছে কি? তাতে সিবিআই-এর আইনজীবী জানান, গরু পাচারের জন্য কাস্টমস আধিকারিকদের হুমকি দিতেন অনুব্রতর লোকজন। এর পরই অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারত। আগামী ২১ সেপ্টেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অুনুব্রতকে। আদালতে ঢোকার মুখে অনুব্রত সাংবাদিকদের বলেন, "শরীর ভাল নেই।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊