Calcutta High Court: আরও ১১২ জনকে চাকরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


High Court, Primary Education
Calcutta High Court



আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১১২ জনকে দ্রুত প্রাথমিকে চাকরি দিতে হবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১১২ জনকে চাকরির নির্দেশ দিয়েছে আদালত। ‘রাজ্য শূন্যপদ জানাবে, তার ভিত্তিতে নিয়োগ সুপারিশ’। নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ-নির্দেশ কার্যকর হল কিনা, খোঁজ নেবে হাইকোর্ট।



এর আগে সোমবার ২৩ জন, মঙ্গলবার ৫৪ জনকে, এরপর ফের বুধবার ১১২ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের। ভবিষ্যতের জন্য শূন্যপদ থেকে এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এর আগের সহ মোট ১৮৯ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত।



২০১৪ সালের টেট পরীক্ষা প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলা হয়। ভুল প্রশ্নগুলিতে যেসব পরীক্ষার্থী উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই অনুযায়ী প্রার্থীদের নম্বর বাড়লেও নিয়োগ করা হয়নি বলে আদালতের দ্বারস্থ হন তাঁরা।