Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক দিবসে ডিম দেওয়া হলো না কেনো সেই নিয়ে অভিভাবকদের ক্ষোভ

নানান অভিযোগ তুলে এলাকার মহিলারা পথে বেরিয়ে আসেন


today


অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেনো পড়ানো হয় না এবং শিক্ষক দিবসে ডিম দেওয়া হলো না কেনো সেই নিয়ে অভিভাবকদের ক্ষোভ, নতুন সরকারি নিয়ম মেনেই চলছে বললেন কেন্দের দায়িত্বপ্রাপ্ত কর্মী।


সোমবার জলপাইগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে নানান অভিযোগ তুলে এলাকার মহিলারা পথে বেরিয়ে আসেন।

এলাকার বাসিন্দা বীথি রায় অভিযোগের সুরে বলেন, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো পড়াশোনা হয় না, অভিযোগ প্রতিদিন শিশুদের ডিম দেওয়া হয় না, আজ শিক্ষক দিবসের দিনেও বাচ্চাদের ডিম খাওয়ানো হচ্ছে না

অপরদিকে উক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অরুন্ধুতি সরকার বলেন, গত অগাস্ট মাসে খাবারের নিয়ম নিয়ে নতুন সরকারি নির্দেশ এসেছে, সেই সরকারি নির্দেশ মেনে এবং এলাকার কাউন্সিলরকে সব জানিয়েই এই কেন্দ্র চলছে। না পড়ানোর প্রসঙ্গে তিনি বলেন এটি স্কুল নয় শিশু শিক্ষা কেন্দ্র অঙ্গনওয়াড়ি। এখানে শিশুরা, বাইরে যা শিখছে সে গুলো সঠিক ভাবে শিখছে কিনা সেটাই দেখা হয় । 

এছাড়া আমাদেরকে সরকারি নিয়ম মেনেই একদিন বা দুদিন কেন্দ্র ছেড়ে সরকারি অফিসে গিয়ে বিস্তারিত রিপোর্ট জমাসহ সই করতে হয়, যেমনটা আজকে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code