বিশ্বকাপের আগে ভারত সফরে অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকা, দেখুন পূর্ণাঙ্গ সূচী


Indian Cricket Team



বিশ্বকাপের আগে ঠাসা কর্মসূচী ভারতীয় ক্রিকেট দলের। ভারতীয় দল এই মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে। একটি দল যাবে জিম্বাবোয়ে। আবার আগস্টের শেষের দিকে এশিয়া কাপ। আর তারপরেই সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট ৯টি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। বিশ্বকাপের ঠিক আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া (Australia) এবং দক্ষিণ আফ্রিকা আসায় বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা ভালই হবে রোহিত শর্মার দলের।




বোর্ডে র সূচি অনুযায়ী ২০ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ২৫ শে সেপ্টেম্বর শেষ হবে খেলা। এরপরেই ২৮শে সেপ্টেম্বর থেকেই দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে শুরু লড়াই যা চলবে ১১ই অক্টোবর পর্যন্ত। আর এরপর ১৬ই অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ।




বুধবার সরকারিভাবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)।

সূচি:

ভারত বনাম অস্ট্রেলিয়া:

প্রথম টি-২০: ২০ সেপ্টেম্বর (মোহালি)

দ্বিতীয় টি-২০: ২৩ সেপ্টেম্বর (নাগপুর)

তৃতীয় টি-২০: ২৫ সেপ্টম্বর (হায়দরাবাদ)



ভারত বনাম দক্ষিণ আফ্রিকা:

প্রথম টি-২০: ২৮ সেপ্টেম্বর (তিরুবনন্তপুরম)

দ্বিতীয় টি-২০: ২ অক্টোবর (গুয়াহাটি)

তৃতীয় টি-২০: ৪ অক্টোবর (ইন্দোর)

প্রথম ওয়ানডে: ৬ অক্টোবর (লখনউ)

দ্বিতীয় ওয়ানডে: ৯ অক্টোবর (রাঁচি)

তৃতীয় ওয়ানডে: ১১ অক্টোবর (দিল্লি)