Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB DA News: DA নিয়ে বড় আপডেট, কর্মীদের বিক্ষোভের জের, ডিএ মামলা এবার প্রধান বিচারপতির এজলাসে

WB DA News: DA নিয়ে বড় আপডেট, কর্মীদের বিক্ষোভের জের ডিএ মামলা এবার প্রধান বিচারপতির এজলাসে 

WB DA Update

DA (dearness allowance) নিয়ে বড় আপডেট, কর্মীদের বিক্ষোভের জের ডিএ মামলা এবার প্রধান বিচারপতির এজলাসে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে উত্তাল কর্মী সংগঠন। এই পরিস্থিতিতে ডিএ মামলা এবার গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। 


বর্ধিত ডিএ-র (dearness allowance) দাবিতে কর্মীদের একাংশ বিক্ষোভ দেখায় কলকাতা হাইকোর্টে। বিক্ষোভ দেখানো হয় আদালত ভবনের মধ্যেও। আর এই বিক্ষোভের জেরে নিজের টেবিলে ডিএ মামলাকে টেনে নিলেন প্রধান বিচারপতি। ডিএ-র দাবিতে আদালতের কর্মীরা মঙ্গলবার কর্ম বিরতির ডাক দেন। কিছু কিছু কোর্টে বিচারপতিরা বসলেও প্রতিবাদে কর্মীরা বেরিয়ে যান বলে খবর। ফলে কর্মীশূন্য হয়ে পড়ে একাধিক এজলাস। থমকে যায় শুনানির কাজও। 



সূত্রের খবর, কর্মীদের বিরতির মাঝেও চলে শুনানি। মামলা যেখানে কর্মীরা ডাকেন সেখানে এদিন প্রধান বিচারপতি নিজেই মামলা ডাকেন। শুনানি চলেছে প্রধান বিচারপতির এজলাসে। আবার কিছু কিছু এজলাসে শুনানি চলেছে। সেই সমস্ত এজলাস এদিন বিক্ষোভে অংশ নেননি। 


তিন মাসের সময় সীমা শেষ। তবুও রাজ্যের সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ (dearness allowance) দেয়নি রাজ্য। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সরকারী কর্মচারীদের একাংশ । ইতিমধ্যে আদালত জানিয়েছে মহার্ঘ্যভাতা বা ডিএ (dearness allowance) কর্মচারীদের মৌলিক অধিকার। তবু রাজ্য সরকার উদাসীন। আদালতের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই অনলাইনে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। তবে তার আগেই বড় পদক্ষেপ নেয় সরকারী কর্মচারী সংগঠন । আদালত অবমাননার মামলায় দায়ের করে রাজ্য সরকারি কর্মচারীদের 'ইউনিটি ফোরাম'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code