Indian Coast Guard Recruitment: দশম ও দ্বাদশ যোগ্যতায় একাধিক শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) নাবিক, যান্ত্রিক পদে নিয়োগ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করতে পারেন।
আবেদন শুরুর তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষের তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২২
শূন্যপদ:
Navik (General Duty): 225
Navik (Domestic Branch): 40
Yantrik (Mechanical): 16
Yantrik (Electrical): 10
Yantrik (Electronics): 09
Total : 300
শিক্ষাগত যোগ্যতা
নাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে তাদের স্কুল শিক্ষার জন্য কাউন্সিল (CBSE) দ্বারা স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা সহ পাশ করতে হবে।
নাভিক (ডমেস্টিক ব্রাঞ্চ): কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
যান্ত্রিক : এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ একটি স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বা বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত 03 বা 04 বছর মেয়াদি ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।
বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন: CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊